এস এম মামুন, যশোর
যশোরে শীতের তীব্রতা চরম আকার ধারণ করেছে। বুধবার (৩১ ডিসেম্বর) জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।
সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। কনকনে ঠাণ্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ভ্যানচালক ও ছিন্নমূল জনগোষ্ঠী। শীতের প্রকোপে অনেকেই জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।
যশোর আবহাওয়া অফিস জানায়, উত্তরাঞ্চল থেকে বয়ে আসা শীতল বাতাসের কারণে তাপমাত্রা আরও কমে যেতে পারে। আগামী কয়েকদিন রাত ও ভোরে শীতের তীব্রতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে প্রচণ্ড শীতে শিশু ও বয়স্কদের মধ্যে ঠাণ্ডাজনিত রোগের ঝুঁকি বাড়ছে। হাসপাতালগুলোতে শ্বাসকষ্ট, সর্দি-কাশি ও জ্বর আক্রান্ত রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।
শীতের তীব্রতা মোকাবিলায় প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।






