যশোরে শীতের তীব্রতা চরমে, সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি

এস এম মামুন, যশোর

যশোরে শীতের তীব্রতা চরম আকার ধারণ করেছে। বুধবার (৩১ ডিসেম্বর) জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।
সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। কনকনে ঠাণ্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ভ্যানচালক ও ছিন্নমূল জনগোষ্ঠী। শীতের প্রকোপে অনেকেই জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।
যশোর আবহাওয়া অফিস জানায়, উত্তরাঞ্চল থেকে বয়ে আসা শীতল বাতাসের কারণে তাপমাত্রা আরও কমে যেতে পারে। আগামী কয়েকদিন রাত ও ভোরে শীতের তীব্রতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে প্রচণ্ড শীতে শিশু ও বয়স্কদের মধ্যে ঠাণ্ডাজনিত রোগের ঝুঁকি বাড়ছে। হাসপাতালগুলোতে শ্বাসকষ্ট, সর্দি-কাশি ও জ্বর আক্রান্ত রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।
শীতের তীব্রতা মোকাবিলায় প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    কেশবপুরে ইসলামী আন্দোলনের বিজয় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    এস এম মামুন, যশোর মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে বিজয় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় কেশবপুরে একটি বর্ণাঢ্য…