নাউতারা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

মোঃ হাবিবুল হাসান হাবিব,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারীর ডিমলায় নাউতারা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যাক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করছে উপজেলা প্রশাসন। নদীর স্বাভাবিক প্রবাহ ও ভূ-প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ডিমলা উপজেলায় ৪ জানুয়ারী (রবিবার) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাাসন। জানা যায়, ঐ ব্যক্তি উপজেলার নটাবাড়ী এলাকার বাসিন্দা রোস্তম আলীর ছেলে গোলাম রাব্বানী । গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাাসন বালু উত্তোলনের সময় মোবাইল কোর্ট পরিচালনা করে গোলাম রাব্বানীকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাকে জলমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দোষী সাব্যস্ত করে এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল ও গ্রাম পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান সংবাদকর্মীদেরকে বলেন, জনস্বার্থ রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    সাংবাদিকদের সাথে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার এর পরিচিতি সভা অনুষ্ঠিত

    মোঃ হাবিবুল হাসান হাবিব,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ডিমলার সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারী)…

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…