
তিস্তা তীর সংরক্ষণ কাজ পরিদর্শনে কুড়িগ্রামে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান
রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।
তিস্তা নদী তীর সংরক্ষণ কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ ও জনগণের মতামত জানতেই কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পরিদর্শনে আসেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে তিনি রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিস্তা নদীর তীরে চলমান সংরক্ষণ প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
তিস্তা চুক্তি নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন,
“তিস্তা চুক্তি কোনো একক সরকারি সিদ্ধান্ত নয়—এটি একটি মহাপরিকল্পনা, যা আমরা জনগণের অংশগ্রহণে একটি গণ-পরিকল্পনায় রূপ দিতে চাই।”
তিনি আরও বলেন, “চীন সরকারের সঙ্গে আমরা এ বিষয়ে আলোচনা শুরু করেছি, যাতে তিস্তা নিয়ে পাঁচটি গবেষণার মাধ্যমে মানুষের স্বপ্ন ও বাস্তবতা একীভূত করে একটি টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা যায়।”
দফায় দফায় পরিদর্শন ও মতবিনিময়
খিতাবখাঁ এলাকার পরিদর্শন শেষে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তিস্তার বাম তীরের দাড়িয়াপুর এলাকা পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন:
-
কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা,
-
পুলিশ সুপার মাহফুজুর রহমান,
-
পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান,
-
রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান সহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধি।
রংপুরেও পরিদর্শন
কুড়িগ্রামে কার্যক্রম শেষ করে উপদেষ্টা রংপুর জেলার কাউনিয়া উপজেলার পাঞ্জরডাঙ্গা রেলসেতুর উজানে তিস্তা নদীর ডান তীরের অংশ পরিদর্শন করেন। সেখান থেকেও নদী তীর রক্ষা কার্যক্রমের প্রাথমিক মূল্যায়ন শেষে তিনি রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।