
সুমন খান:
রাজধানীর মিরপুরে একটি বাসায় চুরির ঘটনায় ও চোরাই মালামাল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত হলেন- মোঃ রকিব হোসেন (৩৫)।
মিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ সাজ্জাত রোমন এর সূত্রে জানা যায়, মোঃ নাহিদুল ইসলাম ও মোঃ মেহেদী হাসান মিরপুর-২, মায়াকাননের বাসা নং ৫/ই, ৭-খ এর ৫ম তলায় একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন অনেক দিন যাবত। গত ১৮ জুলাই ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে মোঃ রকিব হোসেন নামের এক ব্যক্তি তাদের সাথে থাকার জন্য ওই ফ্ল্যাটে ওঠেন। পরে ২০ জুলাই নাহিদ ও মেহেদী ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়লে গ্রেফতারকৃত রকিব সেই বাসায় থাকায় একটি ল্যাপটপ, একটি আইফোন, একটি স্মার্ট হাতঘড়িসহ , একটি স্বর্ণের আংটি ও মানিব্যাগে থাকা নগদ ২২ হাজার, টাকাসহ চুরি করে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় মোঃ নাহিদুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে মিরপুর মডেল থানায় একটি চুরির মামলা রুজু করা হয়।
মিরপুর মডেল
থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গত মঙ্গলবার (৩০ জুলাই ২০২৫ খ্রি.) ভোর ৫:৩০ সময় নড়াইল জেলার লোহাগড়া এলাকায় অভিযান পরিচালনা করে রকিবকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে চুরিকৃত ল্যাপটপ, একটি আইফোন, একটি স্মার্ট হাতঘড়ি ও মানিব্যাগ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিযাধীন।