স্টাফ রিপোর্টার:
অবিভক্ত বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী, “গণতন্ত্রের মানসপুত্র” নামে খ্যাত, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১৩২তম জন্মবার্ষিকী।১৮৯২ সালের ৮ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় তিনি জন্মগ্রহণ করেন।উপমহাদেশের প্রতিভাবান রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংগঠক হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অবিস্মরণীয় ভূমিকা পালন করে গেছেন। সেই ধারাবাহিকের মধ্যে দিয়ে, হিউম্যান রাইটস কালচারাল সোসাইটির উদ্যোগে , হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি সাংস্কৃতিক শাখার বিশেষ আয়োজনে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী র ১৩২ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে , হোসেন শহীদ সোহরাওয়ার্দীব কর্মময় জীবন শীর্ষ আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান ২০২৪ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন ২২/১ তোপখানা রোড ঢাকা ১০ মঙ্গলবার, সেপ্টেম্বর বিকাল ৪ঃ০০ টার অনুষ্ঠিত হয়। সে সময় সাংবাদিকতার অবদানের জন্য সুমন খানকে সম্মান প্রদান করেন, প্রধান অতিথি মাননীয় বিচারপতি জয়নুল আবেদীন, আপিল বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট সাইদুল হক সাঈদ , প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, এবং সম্পাদক ও প্রকাশক মানবাধিকার আন্দোলন ও পত্রিকা। সভাপতিত্বে করেন, লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, চেয়ারম্যান সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা পলোয়ন রুহুল আমিন ঢালী, সম্পাদক ও প্রকাশক দৈনিক অগ্নিকণ্ঠ, কবি অশোক ধর সম্পাদক ও প্রকাশক স্বদেশ বিচিত্রা, মনিরুল ইসলাম মনির বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব, গীতিকার গোলাম কিবরিয়া গীতিকার বাংলাদেশ টেলিভিশন ও বেতার, রবিন আহমেদ সিইও আরিয়ান ডট কম, রহিমা বেগম পরিচালক হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, গোলাম ফারুক মজনু চেয়ারম্যান অগ্রগামী মিডিয়া ভিশন প্রমূখ্য। সার্বিক তত্ত্বাবধানে পরিচালনা করেন, এম শফিক উদ্দিন অপু আহবায়ক অনুষ্ঠান উদযাপন কমিটি।