রাশেদ, বিশেষ প্রতিনিধি (বগুড়া):
৫০ শয্যা বিশিষ্ট সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে গত বছরের ১৩ আগষ্ট চালু করা হয়েছে কমিউনিটি আই সেন্টার। প্রথম থেকেই এখানে রোগীরা চোখের ছানি অপারেশন, দৃষ্টি পরীক্ষা করে চশমা প্রদান, গ্লুকোমা রোগ, ডায়াবেটিস জনিত চক্ষু রোগ, শিশু চক্ষু রোগ, রেটিনার রোগ সমূহ, চোখের আঘাত জনিত সমস্যা, চোখের কর্ণিয়ার রোগ সমূহ, নেত্রনালীর রোগ এবং চোখের অন্যান্য রোগ সমূহের চিকিৎসা ফ্রি-তে প্রদান করা হচ্ছে। হাসপাতালের একটি কক্ষেই বেশ কয়েকটি অত্যাধুনিক পরীক্ষার মেশিন বসিয়ে করা হয় চোখ পরীক্ষা। এরপর প্রাপ্ত তথ্য অনলাইনে পাঠানো হয় চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় পরামর্শ অনলাইনে প্রদান করছেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার। তারপর ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ঔষধ এবং ড্রপ ফ্রি সরবরাহ করা হয়। এছাড়া ক্ষীণ দৃষ্টি সম্পন্ন ৪০ থেকে ৬০ বছরের রোগীদের বিনামূল্যে চশমা সরবরাহ করা হয়।
হাসপাতালের তথ্য অনুযায়ী, প্রতিদিন এ হাসপাতালে ৩৫ থেকে ৪০ জন গরীব রোগী ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করেন। গত এক বছরে এখানে ৬ হাজার ৫৫৮ জন রোগী চোখের বিভিন্ন সমস্যাজনিত কারণে ফ্রি চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। হাসপাতালের অফথার্লমিক নার্স ফাহিমা খাতুন এবং তৌহিদা ইয়াসমিন রোগীদের বিভিন্ন সমস্যার তথ্য সংগ্রহ করে তা কম্পিউটারে লিপিবদ্ধ করেন এবং তা চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে প্রেরণ করেন।
তারা জানান, উপজেলার বিভিন্ন দুর্গম চরাঞ্চল থেকে গরীব অসহায় রোগীরা এখানে চিকিৎসাসেবা গ্রহণ করতে আসেন।
সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুব হোসেন সরদার বলেন, উপজেলার বিভিন্ন দুর্গম চরাঞ্চল থেকে আসা রোগীরা হাসপাতালে প্রতিদিন ফ্রি চিকিৎসা পাচ্ছেন এবং ঔষধ ও চশমা ফ্রি পাচ্ছেন। চক্ষু চিকিৎসাসেবায় আমাদের হাসপাতাল বগুড়া জেলায় প্রথম হয়েছে। এছাড়াও হাসপাতালে চক্ষু সেবা সহ এখন বিভিন্ন ধরনের রোগের উন্নত চিকিৎসা সেবা চালু হয়েছে।



