রাশেদ, বিশেষ প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে চলতি মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে।
১৫ মে (বুধবার) সকাল ১১ টায় উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিক ভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প অফিসার তারিফুল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম গোলাম রব্বানী ও মিল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম গোলাম রব্বানী জানান, চলতি মৌসুমে লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকের কাছ থেকে ৩২ টাকা কেজি দরে ৮৯৭ মেট্রিক টন বোরো ধান ও ৪৫ টাকা কেজি দরে ১৬১৪ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান জানান, সঠিকভাবে ধান-চাল সংগ্রহ চলবে। কেউ কোনো কারচুপি বা সিন্ডিকেট করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।