ঢাকাThursday , 26 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. ত্বথ্য প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

লাকসাম বণিক সমিতির আহবায়ক কমিটি গঠন (আহবায়ক মোঃ মজির আহমেদ, সদস্য সচিব ড. সরওয়ার উদ্দিন সিদ্দিকী।)

admin
September 26, 2024 9:41 pm
Link Copied!

রিয়াদ ভূঁইয়া, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

লাকসাম বণিক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম এর স্বাক্ষরিত ৫১সদস্য বিশিষ্ট একটি কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়।
এতে ভাইয়া গ্রুপের পরিচালক ও লাকসাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ি মোঃ মজির আহমেদকে আহবায়ক, মৌসুমি অটো রাইস মিলে মালিক আবুল হাসেম মানুকে যুগ্ম-আহবায়ক ও সদস্য সচিব হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, লাকসাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ি ড. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকীকে অন্তর্ভুক্ত করে এ কমিটি প্রকাশ করা হয়।
তবে বণিক সমিতির আহবায়ক কমিটির তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পরপরই জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিএনপির একাংশসহ লাকসাম বাজারে কয়েকজন ব্যবসায়ি এ কমিটিকে প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিবৃতি দেয়। এ কমিটির পক্ষে বিপক্ষে বিবৃতিতে সরগরম হয়ে উঠেছে লাকসাম।
অপরদিকে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) উত্তর বাজার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয়ে নব-গঠিত বণিক সমিতির আহবায়ক কমিটিকে লাকসাম বাজারের ব্যবসায়ি ও বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেয়।
এ বিষয়ে লাকসাম বণিক সমিতির আহবায়ক মোঃ মজির আহমেদ বলেন, গত কয়েকদিন আগে লাকসাম বাজারের সকল ব্যবসায়িদের নিয়ে আমরা একটি মতবিনিময় সভা করেছি। ওই সভায় উপস্থিত ৯০% ব্যবসায়িদের মতামতের ভিত্তিতে আজকের এই আহবায়ক কমিটি।  আমরা বাজারের ব্যবসায়িদের স্বার্থে সকল ব্যবসায়িদের নিয়ে ঐক্যমতের ভিত্তিতে দ্রুত একটি শক্তিশালী পূর্নাঙ্গ কমিটি উপহার দিবো।
এ বিষয়ে জানতে আহবায়ক কমিটির সদস্য সচিব, ব্যবসায়ি ড. সরওয়ার উদ্দিন সিদ্দিকীকে মুঠো ফোনে ফোন করে পাওয়া যায়নি।

Design & Developed by BD IT HOST