স্টাফ রিপোর্টারঃ জামাল কাড়াল, বরিশাল
বরিশাল নগরীর একটি ভাড়া বাসা থেকে মো. মহিউদ্দিন (৫৫) নামের এক স্কুল শিক্ষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এবং সাবেক বিমানবাহিনীর কমিশনড অফিসার ছিলেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৭ জুলাই) গভীর রাতে, নগরীর করিম কুটির মসজিদ গলির স্মরণিকা ভিলার নিচতলার একটি বাসায়। নিহত মহিউদ্দিন বরিশালের উজিরপুর উপজেলার হরিদ্রাপুর গ্রামের মৃত আব্দুল আজিজ মাঝির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্মরণিকা ভিলায় একা বসবাস করতেন, যদিও তার স্ত্রী ও আট বছর বয়সী সন্তান আলাদা বাসায় থাকতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বাসার খোলা জানালা দিয়ে দুপুর গড়িয়ে যাওয়ার পরও মহিউদ্দিনকে বিছানায় শুয়ে থাকতে দেখে স্থানীয়রা সন্দেহ করেন। রাত পর্যন্ত অবস্থার পরিবর্তন না হওয়ায় তারা ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
মৃতের ছোট ভাই, বরিশাল বিএম স্কুলের শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন জানান, কিছুদিন আগে মহিউদ্দিন বিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছিলেন এবং বিষয়টি সাংবাদিকদেরকেও জানান। এরপর থেকেই তিনি বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়েন। এমনকি কিছুদিন আগে তাকে বহিরাগতদের দিয়ে মারধরও করা হয়। তবে এসব বিষয়ে তিনি পরিবারের কাউকে কিছু বলতেন না।
আলাউদ্দিনের দাবি, ভাইয়ের মৃত্যুর পেছনে বিদ্যালয়ের দুর্নীতির প্রতিবাদ করার বিষয়টি জড়িত থাকতে পারে। তিনি বলেন, “আমার ভাইয়ের মৃত্যু আমাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। পরিবার মিলে সিদ্ধান্ত নিয়ে আমরা আইনগত পদক্ষেপ নেব।”
মহিউদ্দিনের বড় ভাই, পিরোজপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক জসিম উদ্দিন বলেন, “আমার ভাইয়ের এমন হঠাৎ মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না। যদি তাকে হত্যা করা হয়ে থাকে, আল্লাহ যেন হত্যাকারীদের বিচার করেন। অবাক করার বিষয়, মৃত্যুর খবর জানানো হলেও তার স্কুল থেকে কেউ আসেনি।”
ওসি মিজানুর রহমান জানান, লাশের শরীরে দৃশ্যত কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রয়োজনে অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে বলেও তিনি জানিয়েছেন।



