ঢাকাSunday , 15 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. ত্বথ্য প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিকার টাকা, স্বর্ণলংকার হাতিয়ে নিয়ে ফ্লাইওভার ব্রীজ থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা প্রেমিক পালাতক।

admin
September 15, 2024 10:34 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:
টঙ্গী চেরাগআলীতে ফ্লাইওভার ব্রীজের নিজ থেকে  মারিয়া আক্তার মুমু নামের এক তরুনীর মরদেহ  উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ
মারিয়াকে ফ্লাই ওভার থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে খুন করে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের মা জানান ৫ বছর আগে টঙ্গীর চেরাগআলীর মোর্শেদ অনি  নামে এক ছেলের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে  পরিচয় হয়।  প্রথমে বন্ধুত্ব পরে  তাদের মাধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
মারিয়াদের  আর্থিক অবস্থা ভালো থাকায়  মোর্শেদ অনি বিভিন্ন সমস্যার কথা বলে মারিয়ার কাছে একাধিকবার টাকা হাতিয়ে নেয়।
এর মধ্যে মারিয়াকে বিয়ের জন্য চাপ দিতে থাকে মারিয়া অনার্স শিক্ষাবর্ষে অধ্যায়নত ছিল।
গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার  মারিয়াকে বিয়ের কথা বলে বাড়ি থেকে চলে আসতে বলে  তারা আলাদা বাসা নিয়ে একসাথে থাকার আশ্বাস দেয় ।
মোর্শেদ অনির কথামত শুক্রাবার ভোরে  মারিয়া তার বাসায় থাকা তার মায়ের প্রায় ২০ভরি স্বর্ণ নগদ ৩/৪ লাখ টাকা নিয়ে চলে আসে।
এবং অনিক মোর্শেদ অনির এর হাতে তুলে দেয় কখন বিয়ে করবে এসব বিষয়ে কথা বলতে বলতে এক পর্যায়ে মারিয়া ও মোর্শেদ অনির মাঝে ঝগড়া হয় এবং মারিয়া জানতে পারে তার বউ আছে সে বিয়ে করতে পারবে না ।
মারিয়াকে তখন জিম্মি করে এবং মেরে ফেলার ভয়ভিতি দেখিয়ে মিথ্যা ভিডিও শিকারোক্তি নেয় এবং কিছু সাদা কাগজে সাক্ষর নিয়ে মারিয়াকে বাসায় নিয়ে যাওয়ার কথা বলে টঙ্গীর চেরাগ আলী ফ্লাই ওভার ব্রীজের উপর  থেকে মারিয়াকে ধাক্কা দিয়ে ফেলে  তার মৃত্যু নিশ্চিত করে  পালিয়ে যায় মোর্শেদ অনি ।
শুক্রবার সকালে মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পথচারীরা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজে নেয়া হয়েছে।
জানা গেছে মোর্শেদ অনি  বোর্ড  বাজার, জাজর হাজীর পুকুর নোয়াখালী পট্টি নোয়াখালী বাড়িতে থাকতো তার পিতার নাম  খলিল হাজী
একমাত্র মেয়েকে হারিয়ে মারিয়া মুমুর  মা বাকরুদ্ধ,  কোন কথা বলতে পারছে না। শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিাবারে।
টঙ্গীর পশ্চিম থানার অফিসার ইনচার্জ জানায় প্রতারক মোর্শেদ অনিকে ধরতে পুলিশ চেষ্টা করছে।
মোর্শেদ অনি কে ধরিয়ে দিতে পারলে সন্ধানদাতাকে পুরুষ্কৃত  করবে বলে জানিয়েছে মারিয়া মুমুর পরিবার।

Design & Developed by BD IT HOST