ঢাকাTuesday , 11 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. ত্বথ্য প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দালাল ধরল দুদক

admin
February 11, 2025 9:18 pm
Link Copied!

পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দালাল ধরল দুদ

এস এম তানবীর
স্টাফ রিপোর্টার

দুর্নীতি দমন কমিশন (দুদক) ছদ্মবেশে মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে এক দালালকে আটক করেছে। আজ মঙ্গলবার দুপুরে দুদকের মাদারীপুরের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তির নাম এমদাদ হাওলাদার (৫০)। তিনি সদর উপজেলার দুধখালী ইউনিয়নের পাতিলাদী গ্রামের আব্দুর রফিক হাওলাদারের ছেলে। শহরের ইটেরপুল এলাকায় দীর্ঘদিন ধরে তিনি ভাড়া থাকেন।

দুদক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্রের আনাগোনা বেড়েছে। এমন সংবাদ পেয়ে ছদ্মবেশে অভিযান চালায় দুদক। পরে পাসপোর্ট অফিসের সামনে গোপনে কথোপকথন ভিডিও করেন কর্মকর্তারা। দালাল এমদাদ হাওলাদার পাসপোর্ট করে দেবেন তাই এক ব্যক্তির কাছ থেকে সাড়ে ৮ হাজার টাকা দাবি করেন। এ সময় তাঁকে হাতেনাতে ধরা হয়। এরপর মুচলেকা দিয়ে স্ত্রীর জিম্মায় এমদাদকে ছেড়ে দেয় দুদক।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, ‘পাসপোর্ট অফিস ও এর আশপাশে এমন কাজ আর করবেন না শর্তে এমদাদকে তাঁর স্ত্রীর জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তা ছাড়া হয়রানি বন্ধে পাসপোর্ট অফিসে এমন অভিযান অব্যাহত থাকবে।’

Design & Developed by BD IT HOST