আঃজলিল,স্টাফ রিপোর্টার:—
যশোরের ঝিকরগাছার পল্লিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামীর বাড়ির নগদ ২১ হাজার টাকা নিয়ে উধাও হয়েছেন ফরিদা খাতুন (৪২) নামের ৩ সন্তানের জননী।
এদিকে স্ত্রীকে ফিরে পেতে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী স্বামী উপজেলার কুমরি গ্রামের মৃত হাতেম গাজীর ছেলে গোলাম মোস্তফা।
অভিযোগে জানা যায়,পাশ্ববর্তী কলারোয়া কেরালকাতা ইউনিয়নের মিস্ত্রি মোড় গ্রামস্থ মৃত আব্দুল হামিদের বড় মেয়ে ফরিদা খাতুনের সাথে ঝিকরগাছা কুমরি গ্রামের গোলাম মোস্তফার ইসলামি শরিয়াহ মোতাবেক বিবাহ হয়। সংসার জীবনে তাদের দুটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। গোলাম মোস্তফা স্ত্রী ফরিদা খাতুন বাড়িতে থাকা অবস্থায় ইচ্ছা মত চলাফেরা করতো।এতে বাধা প্রদান করতে গেলে গোলাম মোস্তফা স্ত্রী ফরিদা খাতুন ঝগড়া ও দন্দে জড়াত।
এমন্তাস্থায় গত ৬/১০/২৪ ফরিদা খাতুন কাউকে কিছু না বলে বাসা থেকে নগত ২১ হাজার টাকা সহ তার ব্যবহৃত জামা কাপড় নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়।
তাহারি ধারাবাহিকতায় গোলাম মোস্তফা তার স্ত্রীকে খুজে ফিরে পেতে ব্যার্থ হয়ে ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করেছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।