ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জে পৌর ও সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী ফ্যাসিস্টদের লগি-বৈঠার তান্ডবের প্রতিবাদে অনুষ্ঠিত এই আয়োজনে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ আমীর, ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি চাঁপাইনবাবগঞ্জ-৩, আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে চাঁপাইনবাবগঞ্জ পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবুজার গিফারী ও জেলা নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারী অধ্যাপক আবু বকর, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মূখলেসুর রহমান, জেলা সহকারি সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ইসলামী ছাত্রশিবির সভাপতি ওমর ফারুক, বাংলাদেশ শ্রমিক কল্যণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, চাঁপাইনবাবগঞ্জ পৌর নায়েবে আমীর এডভোকেট শফিক এনায়েতউল্লাহ, পৌর সেক্রেটারী মোক্তার হোসেন, সদর উপজেলা সেক্রেটারী অধ্যাপক গোলাম কবীর, পৌরসভা শাখা সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, সদর উপজেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক দুরুল হুদা, পৌর শাখার সহকারী সেক্রেটারী তোহরুল ইসলাম সোহেল, সদর উপজেলা সহকারী সেক্রেটারী আব্দুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।