ঢাকাThursday , 5 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. ত্বথ্য প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে কানসাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

admin
September 5, 2024 12:46 am
Link Copied!

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার কানসাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে,তার পদত্যাগের ১দফা দাবিতে, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। রবিবার (১ সেপ্টেম্বর) সকালে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে,অভিভাবক,স্থানীয় সাধারণ মানুষসহ অত্র প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।
 সাধারণ শিক্ষার্থীরা বিদ্যালয়ে আশপাশের সড়ক ঘুরে এসে বিদ্যালয় এর মূল ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে অবস্থান নেই। এতে করে কয়েক কিলোমিটার সড়কে বাস, ট্রাক সিএনজি সহ অসংখ্য যানবাহন আটকা পড়ে।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন প্রধান শিক্ষক শাহজাহান আলী একজন প্রতারক এবং দুর্নীতিবাজ তার বিরুদ্ধে টাকা আত্মসাৎ প্রতিষ্ঠানের সরকারি মালামাল লুটপাট বিভিন্ন অনিয়ম দুর্নীতি সহ এমন অনেক অভিযোগ আছে তার বিরুদ্ধে। তারা আরো বলেন প্রধান শিক্ষকের অপকর্মের কারণে এই প্রতিষ্ঠানটি প্রায় ধ্বংসের পথে। আমাদের সেখানে শিক্ষা ব্যবস্থার পরিবেশ ভালো না থাকাই আমাদের ছেলে মেয়ে ভাই, বোন কে অন্য দূরের স্থানে যেতে হয়।
এই অপদার্থ অপকর্মকারী শিক্ষককে অপসারণ করে একজন সৎ যোগ্য দায়িত্বশীল শিক্ষক নিয়োগের মাধ্যমে পুনরায় এই বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার শান্তি ফিরিয়ে আনতে জোর দাবি জানান।
ঘটনার খবর পেয়ে অতিদ্রুত বাংলাদেশ সেনাবাহিনী বিজিবিসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে কথা বলে ঘটনার সঠিক তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Design & Developed by BD IT HOST