ঢাকাThursday , 12 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. ত্বথ্য প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

কুয়েটের কোন অনিয়ম ও সন্ত্রাসী কার্যকলাপ হতে দেওয়া হবে না প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ

admin
September 12, 2024 3:29 pm
Link Copied!

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের নব নিযুক্ত ভাই চ্যান্সেলর প্রফেসর ডক্টর মুহাম্মদ মাছুদ বলেছেন, ভিসি হতে আমার কোন অর্থ লাগেনি, তাই আমাকেও কাউকে অর্থ দিতে হবে না। কোন অনিয়ম- আমি থাকতে এই বিশ্ববিদ্যালয় হতে দেওয়া হবে না। সকালে বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমি এই পদে এসেছি, তাই চ্যালেঞ্জ মাথায় রেখেই আমি সামনের দিকে যেতে চাই। এই মুহূর্তে অনেকে বাদ দেওয়ার সুযোগ নেই, তাতে করে বিশ্ববিদ্যালয়ের কাজ স্থগিত হয়ে পড়বে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেগুলো সঠিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে অনেক জায়গায় বিভিন্ন ডকুমেন্টস পর্যন্ত নেই। ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে দায়িত্ব নতুন ভাবে বন্টন করা হয়েছে। যাতে বিশ্ববিদ্যালয়ের সকল কাজ ভালোভাবে চলে, বিশেষ করে শিক্ষার্থীদের পড়ালেখার আরো উন্নয়নের জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী আনিসুর রহমান ভূঁইয়া।
গত ৫ সেপ্টেম্বর কুয়েটের অষ্টম ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেন অত্র বিশ্ববিদ্যালয় শিক্ষক ডক্টর মুহাম্মদ মাছুদ। তিনি আরো বলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ মাদক সেবন এবং বহিরাগতদের প্রবেশ একদমই নিষেধ করার কার্যক্রম প্রক্রিয়া চলমান। গত ১৫ বছরে দুইজন নিরীহ মানুষ নিশংসভাবে খুন হয়েছে এই বিশ্ববিদ্যালয় তাদেরও সঠিক বিচার হবে ইনশাআল্লাl

Design & Developed by BD IT HOST