কুড়িগ্রাম প্রতিনিধি।।কুড়িগ্রামের রাজারহাটে শারদীয় দুর্গাপূজার মণ্ডপে হামলা করতে এসে আনসার সদস্যদের হাতে আটক হয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান (২৬) নামের এক যুবক। এ সময় তার সাথে থাকা অন্য ৫ যুবক পালিয়ে যেতে সক্ষম হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। ঘটনাটি ঘটছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর কালীরপাট দুর্গা মন্দিরে। ঘটনার পরপর বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে অবহিত করা হলে রাতেই সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।
আটক যুবক মোহাম্মদ নুরুজ্জামান পশ্চিম দেবত্তর গ্রামের মোহাম্মদ ওসিউজ্জামানের পুত্র ।
কালীরপাট দুর্গা মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি তপন চদ্র রায় বলেন, বুধবার রাত আনুমানকি সাড়ে ১১টার দিকে মন্দিরের পিছনে ৫-৬ জন যুবক হাতে বাঁশ ও কাঠের লাঠি নিয়ে এসে মদিরে হামলা চালান এবং ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় মন্দিরে অবস্থানকারী ভক্তরা আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন। তখন মন্দিরের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা তাদের ধাওয়া করে মোহাম্মদ নুরুজ্জামান (২৬) নামের এক যুবককে আটক করতে সক্ষম হন। এরপর ওই যুবককে রাতেই পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পূজামন্ডপে ঢিল ছুঁড়ে এবং প্রতিমা ভাংচুর করে আতংক তৈরীর পরিকল্পনা ছিল এসব দুর্বৃত্তদের বলে মন্তব্য করেন তপন চন্দ্র রায়।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার সাথে বৃহস্পতিবার সকালে কথা হলে তিনি জানান, আটক যুবক পূজামন্ডপে আঘাত ও ঢিল ছোঁড়ার কথা স্বীকার করেছেন। তার সাথে থাকা অন্য যুবকের নামও বলেছেন। এ ঘটনায় রাজারহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে,রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত পাওয়া যাবে । অভিযুক্ত অন্য যুবকদের ধরতে পুলিশের অভিযান চলছে। এছাড়া ওই মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।/// সাইফুর রহমান শামীম