Online casino oyunlarında yüksek RTP oranları sunan Bettilt kazandırıyor.

Lisanslı yapısı sayesinde güven veren Bahsegel Türkiye’de hızla popülerleşiyor.

Klasik masa oyunlarından slotlara kadar Bahsegel çeşitliliği sunuluyor.

Kullanıcıların sorunsuz giriş yapabilmesi için Bahsegel adresi güncel tutuluyor.

কুড়িগ্রামে আবাসিক এলাকায় পরিবেশ ও শব্দ দূষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি:২৮.০৮.২০২৩
কুড়িগ্রামে আবাসিক এলাকায় নিয়ম বহিভূতভাবে বাণিজ্যিক মিল চালু ও শব্দ দূষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম শহরতলির ভেলাকোপা গ্রামে প্রায় শতাধিক নারী-পুরুষ ঘন্টাব্যাপী মানববন্ধন করে। মানববন্ধনে অবিলম্বে আবাসিক এলাকা থেকে অবৈধভাবে গড়ে ওঠা সুফিয়া অটো ফ্লাওয়ার মিল বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন-মোহাম্মদ আলী, রওশন বেগম, রিপন ইসলাম ও শাহিন ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন-আবাসিক এলাকায় বাণিজ্যিক মিল চালুর কারণে বিকট শব্দে আমরা গ্রামবাসী ঘুম পারতে পারি না। অনবরত শব্দে শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ঘটছে। এলাকাবাসীর বাঁধা উপেক্ষা করে পরিবেশ অধিদপ্তর কিভাবে মিল চালুর অনুমোদন দেয় তা আমাদের বোধগম্য নয়। তারা আরো বলেন, আমরা প্রতিকার চেয়ে জেলা প্রশাসককে অভিযোগ দিয়েছে। আমরা আশাবাদী একজনের সুবিধা না দেখে জনস্বার্থে তিনি অবৈধ মিলটি বন্ধে দ্রুত কার্যকর ভূমিকা নিবেন।
অভিযোগকারী মোহাম্মদ আলী বলেন, “পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক অদৃশ্য কারণে অবৈধভাবে মিল চালুর অনুমতি দিয়েছেন। তারা আবাসিক এলাকায় কিভাবে বাণিজ্যিক মিল চালুর অনুমতি দেয়? গ্রামের শত শত মানুষের ঘুম হারাম করে দিয়েছে মিলটি। আমরা এর প্রতিকার চাই।”
বাণিজ্যিক সুফিয়া অটো ফ্লাওয়ার মিলের স্বত্ত্বাধিকারী সাইফুদ্দিন ইসলাম এ্যাপোলো বলেন, “পরিবেশ অধিদপ্তরে মিল চালুর জন্য আবেদন করি এবং আবেদনের প্রেক্ষিতে তারা আমাকে লিখিত অনুমতি দিয়েছে। আমি তো জানি না আমার মিলটি আবাসিক এলাকায় পড়ে কিনা? পরিবেশ অধিদপ্তর ভালো জানেন আমার মিলটি বৈধ নাকি অবৈধ।”
এ ব্যাপারে কথা হলে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, “অভিযোগের প্রেক্ষিতে আমি বিষয়টি তদন্ত করার জন্য পরিবেশের কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। তিনি সরেজমিনে তদন্ত করে আমাকে প্রতিবেদন দিয়েছেন- যে, বিষয়টি গুরুতর নয়।” জেলা প্রশাসক বলেন, জনস্বার্থে তবুও আমি বিষয়টি সমাধানের জন্য দেখবো।”
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ঘন কুয়াশার চাদরে ঠাকুরগাঁও বাড়ছে শীতজনিত দুর্ভোগ!

    জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে ক্রমেই বাড়ছে শীতজনিত দুর্ভোগ। জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঠাকুরগাঁও জেলার…

    কুড়িগ্রামে কমছে তাপমাত্রা, বৃদ্ধি পাচ্ছে শীতের তীব্রতা ।। দুর্ভোগে পড়েছে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ

    সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম ।। কুড়িগ্রামে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। এ অবস্থায় দুর্ভোগে পড়েছে এ অঞ্চলের শ্রমজীবি ও খেটে খাওয়া মানুষজন। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *