খুলনা জেলার কয়রা থানার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অস্থায়ী ভবন জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন করা হয়েছে।
ইং ১১/০৫/২০২৪ তারিখে বিচার বিভগ, কয়রা চৌকি আদালত, কয়রা এর আয়োজনে আইন মন্ত্রনালয়ের অর্থায়নে ও গনপুর্ত বিভাগ-২, খুলনা বাস্তবায়নে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কয়রা, খুলনা এর অস্থায়ী আদালত ভবনের শুভ উদ্বোধন করা হয়।
শুভ উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ, খুলনা জনাব মাহমুদা খাতুন। এ সময় আরো উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব সুনন্দ বাগচী, ভারপ্রাপ্ত জজ, নেজারত শাখা, জেলা জজ আদালত, খুলনা ও যুগ্ম জেলা ও দায়রা জজ, ৪র্থ আদালত খুলনা জনাব মোঃ ফয়সাল আল মামুন, কয়রা সিনিয়র সহকারী জজ জনাব মোঃ রফিকুল ইসলাম ও কয়রা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আজহারুল ইসলাম।
এসময় কয়রা উপজেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল আইনজীবী ও আইনজীবী সহকারী বৃন্দ উপস্থিত ছিলেন।